প্রধান শিক্ষকের বার্তা

শুভেচ্ছা বাণী 

মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই প্রধান। এ লক্ষ্যে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বীর চট্টলার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘আমিন জুট মিলস্ লিঃ’-এর শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও এলাকাবাসীর সন্তানদের জন্য প্রতিষ্ঠা করা হয় ‘আমিন জুট মিলস্ উচ্চ বিদ্যালয়’। বিদ্যালয়টির প্রাথমিক শাখা ১৯৬৮ সালে এবং নিম্ন মাধ্যমিক শাখা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে আমিন জুট মিলস্ লিমিটেড  বন্ধ হয়ে যাওয়ায়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদ্যালয়টি সরকারিকরণ করার নির্দেশ প্রদান করেন। বিদ্যালয়টির সরকারিকরণ প্রক্রিয়া চলমান।
ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন পেশা, ব্যবসা-বাণিজ্য ও শিল্প-সংস্কৃতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আমি এ বিদ্যালয়ের সাফল্য কামনা করছি। 


জাহেদা আক্তার
প্রধান শিক্ষক
আমিন জুট মিলস্ সরকারি উচ্চ বিদ্যালয়।